পৌর ভোট: একদিন পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি

পৌর ভোটের ফল গণনা চলাকালে দলের কেন্দ্রীয় নেতা এবং জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৈঠকের পর পৌর নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে এক দিন সময় নিয়েছে বিএনপি।
বুধবার রাত সাড়ে ৯টায় গুলশানে খালেদার কার্যালয়ে এই বৈঠক শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র নেতাদের নিয়ে নির্বাচন নিয়ে আলোচনা করবেন চেয়ারপারসন।’
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, মুহম্মদ জমিরউদ্দিন আহমেদ, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, আবদুল মান্নান, মুশফিকুর রহমান, আবদুল হালিম, জহিরুল ইসলাম, সুজাউদ্দিন, জয়নুল আবেদীন, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিছেন।
জোটের নেতাদের মধ্যে জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা,লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান ইতোমধ্যে ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন।