পৌর নির্বাচনে হারলেও সরকার পতন হবে না : সেতুমন্ত্রী

29/12/2015 7:02 pmViews: 7
পৌর নির্বাচনে হারলেও সরকার পতন হবে না : সেতুমন্ত্রী

 

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারে পৌর নির্বাচনে ইমেজ ক্ষুণ্ন হয় এমন কিছু করবে না সরকার। আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এর আগেও আওয়ামী লীগ ৭-৮টা নির্বাচনে হেরেছে। তাতে আকাশ ভেঙ্গে পড়েনি। এবার পৌর নির্বাচনে হারলেও সরকারের পতন হবে না। তাই আমরা কেন দেশে-বিদেশে ইমেজ হারাতে যাব? সরকার বিব্রত হয় এমন কিছু করতে যাবো না।

মন্ত্রী বলেন, নির্বাচনে টুকটাক কিছু সমস্যা হয়। এখনো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। বিরোধী পক্ষ ও সরকারি দলের কিছু অভিযোগ আছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বিএনপির অভিযোগ সম্পর্কে আ.লীগের এই নেতা বলেন, নালিশ করা বিএনপির স্বভাব। বিগত নির্বাচনেও তারা একই কাজ করেছে। পরে তারা বিজয়ী হয়েছে।

Leave a Reply