‘পৌর নির্বাচনে বিএনপি’র ভূমিকা ছিল ইতিবাচক’

01/01/2016 3:51 pmViews: 5
‘পৌর নির্বাচনে বিএনপি’র ভূমিকা ছিল ইতিবাচক’
 
'পৌর নির্বাচনে বিএনপি'র ভূমিকা ছিল ইতিবাচক'
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গত পৌর তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে এবার দলীয় নির্বাচন সংঘাত, উত্তেজনা ও সংঘর্ষ অনেক কম হয়েছে। এবার পৌর নির্বাচনে বিএনপির ভূমিকাও ছিল ইতিবাচক। নির্বাচন বর্জনের কালচার থেকে সরে এসেছে বিএনপি। ৫ জানুয়ারি নির্বাচনে অংশ গ্রহণ করলে হতাশার আবর্তে নিমজ্জিত হতে হতো না।’
শুক্রবার সকালে ফেনীর মহিপালে নির্মানাধীন ফ্লাইওভার কাজের অগ্রগ্রতি পরির্দশন কালে সাংবাদিকদের এই  একথা বলেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিকে এই ইতিবাচক ভুমিকা রাখার আহবান জানান মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পৌর নির্বাচনে কেউ হারেনি বিজয়ী হয়েছে গণতন্ত্র।’
তিনি আরও বলেন, ‘প্রথম দলীয় প্রতীকে নির্বাচনে দুটি বড় দলের মুখোমুখি অবস্থানে আশংকা ছিল অনেক রক্তপাত ও সংঘাত হবে, কিন্তু তা হয়নি।’
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সহকারী পুলিশ সুপার আমিরুল হক, সহকারী পুলিশ সুপার শাহরিয়ারসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Leave a Reply