পোশাক শ্রমিকদের নিরাপত্তায় সরকার পদক্ষেপ নিয়েছে : স্পিকার

25/03/2014 8:50 pmViews: 5

পোশাক শ্রমিকদের নিরাপত্তায় সরকার পদক্ষেপ নিয়েছে : স্পিকার
ঢাকা : পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এ মত দেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকল্পে শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে জ্যঁ ল্যাম্বার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ইউরোপীয় প্রতিনিধিদলকে দশম জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন স্পিকার। এ সময় তিনি প্রতিনিধি দলকে বলেন, বিরোধী দল জনস্বার্থ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরছে।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অত্যন্ত ভালভাবে চলছে বলেও স্পিকার প্রতিনিধি দলকে জানান।

প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানাও উপস্থিত ছিলেন।

Leave a Reply