পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় আর্জেন্টিনার

01/12/2022 11:46 amViews: 4

mzamin

এমন এক আর্জেন্টিনা দলকেই দেখতে চায় ভক্ত-সমর্থকরা। বাঁচা-মরার ম্যাচে ছন্দময় ফুটবল খেললো লিওনেল মেসি অ্যান্ড কোং। আর সব শঙ্কা কাটিয়ে দারুণ জয়ে নকআউট পর্বের টিকিট কাটলো আর্জেন্টিনা। গতকাল ‘সি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় কুড়ায় কোচ লিওনেল স্কালোনির দল। এতে গ্রুপসেরার মর্যাদা নিয়েই শেষ ষোলো রাউন্ডে পা রাখলো আলবিসেলেস্তেরা। সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। শনিবার রাত ১টায় মুখোমুখি হবে দু’দল। শেষ ষোল রাউন্ডের অপর ম্যাচে রোববার রাত ৯টায়  ফ্রান্সের মুখোমুখি হবে ৩৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়া পোল্যান্ড। গতকাল তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হারের পরও গ্রুপসেরার মর্যাদা নিয়ে নকআউট পর্বে পৌঁছে শিরোপাধারী ফ্রান্স। ফরাসিদের সমান ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট পায় অস্ট্রেলিয়া।

আগের দুই ম্যাচের তুলনায় পোল্যান্ডের বিপক্ষে শুরুটা ছিল চমৎকার।

প্রথমার্ধে আক্রমণাত্মক খেলার পসরা সাজান মেসিরা। শুধু গোলটাই যা এলো না। আর্জেন্টিনার নেওয়া ১২ শটের ৭টিই ছিল লক্ষ্যে। ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ম্যাচে কোনো দল প্রথমার্ধে এত শট নিয়েও গোল পায়নি। প্রথমার্ধের সেরা খেলোয়াড় ভইচেখ সেজনি। বক্সের ভেতর থেকে ছয়টি সেভ করেছেন তিনি। তার ভুলে পোল্যান্ড পেনাল্টি হজম করলেও দলের ক্ষতি হতে দেননি সেজনি। পুরো ম্যাচে ২৩টি শট নেয় আলবিসেলেস্তেরা। এর ১২টিই ছিল অনটার্গেটে। এদিন একাই ৭টি শট নেন লিওনেল মেসি। যদিও ম্যাচের সবেচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন আর্জেন্টাইন অধিনায়ক। ৩৭তম মিনিটে ডি-বক্সের ভেতর সেজনি মেসিকে ফাউল করেন। আর্জেন্টিনা পেনাল্টির আবেদন জানায়। ভিএআর চেকের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেন পোলিশ গোলরক্ষক। বলে কয়েই মেসিকে থামিয়ে দিলেন সেজনি। ম্যাচের আগে পোলিশ গোলরক্ষক  বলেছিলেন, তিনি মেসির স্পটকিক নিয়ে কাজ করছেন। সৌদি আরবের বিপক্ষে আগের ম্যাচেই একটি পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় আসেন জুভেন্টাসের এই গোলরক্ষক।

দৃশ্যপট পাল্টে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৬তম মিনিটে ডি-বক্সে নাহুয়েল মলিনার বাড়ানো বলে মাটি কামড়ানো শট নেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। পোল্যান্ডের জালে ঠিকানা খুঁজে নেয় বল। ২০১৯ সালে অভিষেকের পর ১০ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মিডফিল্ডার। সেটিও বিশ্বকাপে। ২৩ বছর বয়সী তারকা অ্যালিস্টারের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে! ে গোল পাওয়ার পরই আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৬৭তম মিনিটে গোল আদায় করেন এদিন শুরু থেকেই নজর কাড়া তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। আগের ম্যাচে চোখধাঁধানো গোল পাওয়া এনজো ফার্নান্দেজের পাসে গোল পান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এ ফরোয়ার্ড।
গতকাল ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরব ও মেক্সিকো। প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে হেনরি মার্টিন ও লুইস শ্যাভেজের গোলে ২-০তে এগিয়ে যায় মেক্সিকো। শেষ ষোলোতে যেতে আরেকটি গোল প্রয়োজন ছিল তাদের। অথবা পোল্যান্ড ৩-০তে হারলেও সুযোগ ছিল। কিন্তু যোগ করা সময়ের ৯০ সেকেন্ড বাকি থাকতে সৌদি আরবের হয়ে এক গোল শোধ দেন সালেম আল দোসারি। তাতেই ২-১ গোলের জয় সত্ত্বেও মেক্সিকো ছিটকে যায় প্রথম রাউন্ড থেকে।

Leave a Reply