পে-স্কেল মন্ত্রিসভায় উঠছে এ মাসেই : অর্থমন্ত্রী
০৩ আগস্ট, ২০১৫
এ মাসেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল প্রতিবেদন মন্ত্রিসভায় উঠবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক জবাবে এ কথা জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সোমবার পে-কমিশনের প্রতিবেদনটি মন্ত্রিসভায় উঠবে- এমন কথা আমি বলিনি। এটা আপনাদের, সাংবাদিকদের সৃষ্টি। আমি বলেছি প্রতিবেদনটি এ মাসেই মন্ত্রিসভায় উঠবে।’