পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা
ঢাকা: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মতিবিনিময় করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত ৮টা ৫০ মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়।
এসময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা.এ জেড জাহিদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি ডা. একে এম আজিজুল হক।
আইনজীবীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন , বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম,
প্রকৌশলীদের মধ্যে হারুন অর রশীদ, রিয়াজুল ইসলাম রিজু, মুঈদ রুমী, সাবেক সচিব প্রকৌশলী, আ ম আক্তার হোসেন।
চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডা. রফিকুল কবির, অধ্যাপক ডা.মোস্তাক রহিম স্বপন, ফরহাদ হালিম ডোনার, এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শিক্ষকদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন, ড. আমিনুল রহমান মজুমদার ,ড. আব্দুর রশিদ, ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোস্তাহিদুর রহমান, অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. মাহরুফী সাক্তার, অধ্যাপক ড. শরিফ উদ্দিন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভূইয়া, অধ্যক্ষ মুগীস উদ্দিন মাহমুদ, মো. জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান মোল্লা।
কৃষিবিদের মধ্যে উপস্থিত আছেন আনোয়ারুন নবী মজুমদার বাবলা, হাসান জাফির তুহিন, গোলাম হাজিফ কেনেডী, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আছেন চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম কণ্ঠ শিল্পী আরিফ দেওয়ান।
আরো উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, অধ্যাপক ড.আব্দুল আজিজ, অধ্যাপক ড. মনির আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, সৈয়দ আলমগীর,শাকিল ওয়াহেদ সুমন, মো.শামসুজ্জামান, মোরশেদ আলম, সৈয়দ নাজমুল আলম ঈগলু, হযরত আলী, বিল্পবউজ্জামান বিপ্লব, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন সভাপতি জাহানারা খাতুন প্রমুখ।
বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন।