পেলেগ্রিনির গার্দিওলা পরীক্ষা
ক্রীড়া প্রতিবেদক : শুরুটা দুর্দান্ত হয়েছে দুদলেরই। জয়ের ব্যবধানও একই, ৩-০। ‘ডি’ গ্রুপে ঘরের মাঠে বায়ার্নের কাছে পাত্তাই পায়নি সিএসকেএ মস্কো। অন্যদিকে ভিক্টোরিয়া প্লাজেনের মাঠে দুরন্তরূপে ছিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ বায়ার্ন-ম্যানসিটি মুখোমুখি। আজ রাতের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ এটিই। আত্মবিশ্বাসে এগিয়ে ম্যানসিটি, কারণ ম্যাচটি হবে তাদের মাঠেই। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নও অপ্রতিরোধ্যই। কোন মাঠে খেলা, তা নগণ্যই। তাদের কাছে জয়টাই আসল। দুদলের উত্তেজক লড়াইয়ের ভেতরে রয়েছে আরেক লড়াই। সেটা ডাগ আউটের লড়াই। নতুন মৌসুমে দুদলেই নতুন কোচ। বায়ার্নের পেপ গার্দিওলা, ম্যানসিটির ম্যানুয়েল পেলেগ্রিনি। গার্দিওলা নামটি পেলেগ্রিনির কাছে আতঙ্কই। কারণ স্প্যানিশ লা লিগায় তিনটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পেলেগ্রিনি (ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও মালাগা)। ওই সময় বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। কিন্তু গার্দিওলার বিরুদ্ধে একটি ম্যাচ জয়েরও রেকর্ড নেই পেলেগ্রিনির। আজ ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বায়ার্ন তো বটেই, গার্দিওলাও বড় পরীক্ষা পেলেগ্রিনির জন্য। স্পেনে থাকতে তিন ক্লাব মিলিয়ে বার্সেলোনার বিরুদ্ধে মোট নয়টি ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন পেলেগ্রিনি। এর মধ্যে আটটিতেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছে তার। এক ম্যাচে ড্র। সেটা ২০০৮-০৯ মৌসুমে (৩-৩)। আজ কি সেই বাধা ডিঙাতে পারবেন ম্যানসিটির এই চিলিয়ান কোচ। সময়ই বলে দেবে।
ম্যানসিটি-বায়ার্নের মতো উত্তেজক আরও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপের নানা প্রান্তে। ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে গোল উত্সব করা রিয়াল মাদ্রিদ আজ মাঠে নামছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ এফসি কোপেনহেগেন। একই গ্রুপে মাঠে নামবে প্রথম ম্যাচে ড্র করা ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তাদের প্রতিপক্ষ তুর্কি ক্লাব গালাতাসারে। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে শাখতার ডোনেস্কের মাঠে। ফরাসি ক্লাব পিএসজি লড়বে বেনফিকার বিরুদ্ধে।
‘ডি’ গ্রুপের ম্যাচে শুরুটা ভালোই করেছে বায়ার্ন ও ম্যানসিটি। সিএসকে মস্কোকে ৩-০ গোলে পরাজিত করেছিল বাভারিয়ানরা। অন্যদিকে একই ব্যবধানে ভিক্টোরিয়া প্লাজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছিল ম্যানসিটি। আজ ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জয়ের প্রত্যাশাই করছে সিটি শিবির। অন্যদিকে আত্মবিশ্বাসী বায়ার্ন শিবিরও। তবে ইতিহাদ স্টেডিয়ামের রেকর্ড সিটির পক্ষেই। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে এই মাঠেই বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছিল ম্যানসিটি। তবে অ্যাওয়ে ম্যাচে এর আগেই ঠিক একই ব্যবধানে বায়ার্নের কাছে হেরেছিল তারা। ফলে গ্রুপপর্বের বৈতরণী পার হতে পারেনি সিটি। গত দুটি মৌসুমেই একই অবস্থা। শেষ ষোলো সিটির জন্য দূর অস্ত। এবার অবশ্য আশার কথা শোনাচ্ছেন সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। তার মতে ‘আমাদের লক্ষ্য শেষ ষোলো। শুরুটা ভালো হয়েছে। পরের ম্যাচগুলোতেও ভালো করার প্রত্যাশা রয়েছে আমাদের।’ শক্তিশালী প্রতিপক্ষ বায়ার্ন প্রসঙ্গে পেলেগ্রিনি বলেছেন, ‘তারা বর্তমান চ্যাম্পিয়ন। ফলে বেশ উজ্জীবিত তারা। তাদের রয়েছে গার্দিওলার মতো এক কোচ। যার সঙ্গে আমি কখনও কুলিয়ে উঠতে পারিনি। তবে সব সময় এক নয়, আশা করি ভিন্ন রেজাল্ট হবে এবার।’ তবে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের রেজাল্ট ম্যানসিটিকে আশ্বস্ত করতে পারছে না। যেখানে অ্যাস্টন ভিলার কাছে তারা হেরেছে ৩-২ গোলে। আবার দলের মূল স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ইনজুরিতে। আজ খেলতে পারবেন কি না তা নিয়েও রয়েছেন শঙ্কা। আবার ক্লাবে নতুন আসা আর্জেন্টাইন খেলোয়াড় মার্টিন ডেমিকেলিচও রয়েছেন চোট সমস্যায়। সেই তুলনায় বায়ার্ন মিউনিখ অনেকটাই নির্ভার। যদিও চোট সমস্যায় মাঠের বাইরে মারিও গোয়েটশে, থিয়গো আলকানতারা ও জাভি মার্টিনেজ। কিন্তু দলের ওপর তার প্রভাব খুব একটা পড়বে না। কোচ গার্দিওলার মতে, ‘ইনজুরি সমস্যা থাকবেই। তা নিয়ে বসে থাকলে চলবে না। লক্ষ্য সামনের দিকে এগিয়ে চলা। ম্যানসিটি শক্তিশালী ক্লাব। তাছাড়া তারা খেলবে ঘরের মাঠে। ফলে আমরা বেশ সতর্ক।’
অন্যদিকে ‘বি’ গ্রুপে কোপেনহেগেনের বিরুদ্ধেও সতর্ক রিয়াল মাদ্রিদ। যদিও শুরুটা ভালোই ছিল রিয়ালের। গালাতাসারের বিরুদ্ধে গোল উত্সব করে জিতেছিল রোনালদোরা (৬-১)। কিন্তু লা লিগার শেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-০ গোলের হার শঙ্কা তৈরি করছে লস ব্লাঙ্কসদের। আবার আজকের প্রতিপক্ষ কোপেনহেগেন গ্রুপপর্বের প্রথম ম্যাচে জুভেন্টাসের মতো দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তবে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি সান্তিয়াগো বার্নাব্যুতে আশার কথাই শুনিয়েছেন। ‘জয়টাই মুখ্য। পিছনের দিকে তাকালে চলবে না’। এই ম্যাচে দীর্ঘ নয় মাস পর বার্নাব্যুতে রিয়ালের গোলপোস্টে দেখা যেতে পারে ইকার ক্যাসিয়াসকে।
‘এ’ গ্রুপে আজ মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইডে। ইংলিশ প্রিমিয়ার লিগে যাদের অবস্থা বেশ করুণ। গত ২৪ বছরে এত বাজে শুরু কখনই হয়নি তাদের। ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছে রেড ডেভিলসরা। এর মধ্যে দুটিতেই হার। শেষ ম্যাচে ওয়েস্টব্রুমের কাছে ২-১ গোলের হার। বর্তমান চ্যাম্পিয়ন হলেও পয়েন্ট তালিকায় ম্যানইউর অবস্থান ১২তম, যা অবিশ্বাস্যই। আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোপেনহেগেনের মাঠে জয় দিয়ে দলকে মানসিকভাবে শক্ত করার প্রত্যাশা করছেন ম্যানইউর কোচ ডেভিড ময়েস। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ওয়েন রুনির জোড়া গোলে বায়ার লেভারকুসেনকে ৪-২ ব্যবধানে পরাজিত করেছিল ম্যানইউ।