পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২

13/10/2013 8:11 pmViews: 5

peruপেরুতে যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে গিয়ে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে।

বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কুসকো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৫২ জন মারা যান। উদ্ধার তত্পরতা চলছে।

তবে একজন উদ্ধারকর্মীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবারের দুর্ঘটনায় সম্ভবত কেউ জীবিত নেই।

জানা যায়, দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীরে একটি খাদে পড়ে যায়। নিহতদের অধিকাংশ সান্তা তেরেসার আনদিন জেলার একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

বাস সঙ্কটের কারণে এই অঞ্চলের মানুষজন প্রায়ই ট্রাকে করে যাতায়াত করে থাকে।

এরআগে গত সপ্তাহেও দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়।

Leave a Reply