পেনসিলভানিয়াতেও ভোট জালিয়াতির মামলা খারিজ

22/11/2020 1:58 pmViews: 4


মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত নির্বাচনে কারচুপির অভিযোগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের দায়ের করা মামলা অবশেষে খারিজ করে দিয়েছেন আদালত। আদালতের বিচারক ম্যাথিও ব্র্যান বলেন, মামলার পক্ষে কোনো যুক্তিগত প্রমাণ পাওয়া যায়নি। এর আগে, জর্জিয়া ও মিশিগানের স্থানীয় আদালতেও ট্রাম্পের মামলা খারিজ হয়ে যায়। যদিও ট্রাম্প শিবির থেকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

২০টি ইলেকটোরাল ভোট নিয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া। আর এই রাজ্যেই ট্রাম্পকে ৮০ হাজার পপুলার ভোটে হারিয়ে বিজয়ী হন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩০৬ আর ট্রাম্পের ২৩২। অনেকে আগেই হোয়াইট হাউজের দৌঁড়ে পৌঁছে গেছেন বাইডেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোতে মামলা করে ট্রাম্প শিবির। তাতেও কাজ হলো না। উপযুক্ত প্রমাণ উপস্থাপন দেখাতে না পারায় অধিকাংশ মামলা খারিজ হয়ে গেছে। ট্রাম্প এই রাজ্যে জেতার ব্যাপারে আশাবাদী ছিলেন।

এর আগে, জর্জিয়া ও মিশিগানের স্থানীয় আদালতেও ট্রাম্পের মামলা খারিজ হয়ে যায়। যদিও ট্রাম্প শিবির থেকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তাদের কাছে ভোট কারচুপি নিয়ে কয়েকশ অ্যাফিডেভিট জমা পড়েছে। এসব অ্যাফিডেভিট নিয়েই তারা মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন। নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে কংগ্রেসের হস্তক্ষেপে জয় পরাজয় নির্ধারণের আইনগত যুক্তি তারা তুলে ধরবেন বলে মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

Leave a Reply