পূজা ও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে নগরবাসী

18/10/2013 4:57 pmViews: 8

1284488023Lonceপ্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে আবার নগর জীবনে ফিরতে শুরু করেছে মানুষ। পাঁচ দিনের ছুটি শেষে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে কর্মস্থলে ফেরার যাত্রা।

সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে পূজা ও ঈদের ছুটি কাটাতে যাওয়া মানুষের ফেরার চিত্র।

অনেকে পরিবারের সদস্যদের ভোগান্তির কথা চিন্তা করে আগেই ফিরেছে ঢাকায়। শুক্রবার ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের স্রোত দেখা গেছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ১০টি লঞ্চ ঘাটে এসেছে ও ৮টি লঞ্চ ঘাট ছেড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী ও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়ছে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল সূত্র জানায়, এখান থেকে প্রতিদিন ৪৪টি রুটে ১৬০-৭০টি লঞ্চ চলাচল করে। ঈদের আগের দিন থেকে বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছে।

ফিরতি যাত্রীদের নিরাপত্তার জন্য সদরঘাটে যাত্রী সেবায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে।

যশোর থেকে ঢাকায় ফেরা যাত্রী নওশের বলেন, যানজটের চাপ শুরু হয়নি। কাল থেকে চাপ বাড়তে পারে। তাই ছুটি শেষ হওয়ার আগেই চলে আসলাম। রাস্তায় তেমন যানজটও নেই।

বগুড়া থেকে ঢাকা ফেরা যাত্রী মোস্তফা বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বাড়ি গেছি ঈদের ৩ দিন আগে। আজ ফিরলাম। শনিবার থেকে অফিস খোলা। পথে যানজট ছিল না। তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি।

এদিকে সৌদিয়া পরিবহন কর্মকর্তা আমিনুল বাশার বলেন, ইতিমধ্যেই মানুষ ঢাকামুখী হতে শুরু করেছে। আমাদের গাড়ির আগামী তিন থেকে চার দিনের সকল ফিরতি টিকেট বিক্রি হয়ে গেছে।

Leave a Reply