পুলিশ ফারীর সামনেই Tex Point ফেনী শাখায় দুর্ধর্ষ চুরি
মোঃ আলাউদ্দীন: মাত্র এক ঘন্টার ও কম সময়ে চুরি করে নিয়ে যায় নগদ ৩ লাখ ৩৩ হাজার ৪৫ টাকা সহ মালামাল, শুধু তাই নয় ঘটনাটি ঘটে আবার ফেনী শহরের পুলিশ ফারীর সামনেই। হ্যা এমনই এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে ফেনী শহরের পুলিশ ফারির সামনে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি সুনামধন্য পোশাকের শো-রুমে। Tex Point নামের ঐ শো-রুমের সিসি ক্যামেরায় দেখা যায় মাত্র এক ঘন্টার মধ্যেই দোকানের ক্যাশে থাকা নগদ টাকা এবং পোশাক নিয়ে ভদ্রভাবে বের হয়ে যায় চোর। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। ক্ষতিগ্রস্ত শোরুমের মালিক শামছুল আলম খোকন জানান, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দোকানের ম্যানেজার মেহেদী হাসান ভূইয়া দোকান বন্ধ করে চলে যান। পরদিন অর্থাৎ শুক্রবার সকালে দোকানে এসে দেখেন দোকানের ক্যাশ বাক্স ভাঙ্গা এবং দোকানের টিন কাটা। খবর পেয়ে জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবরটি শো-রুম মালিককে জানালে তিনি সেদিনই ঢাকা থেকে ফেনী পৌছান। তিনি আরও জানান শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এখন বানিজ্যিক এলাকায় পরিণত হয়েছে।
এখানে বড় বড় কোম্পানির চেইনশপ সহ অনেক শোরুম আর দোকানপাট গড়ে উঠেছে। আর এই এলাকায় এমন চুরির গঠনায় শামছুল আলম খোকন সহ আশেপাশের ব্যাবসায়িরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কোনো ভাবেই মানতে পারছেনা যে পুলিশের নাকের ডগায় এতো বড় চুরি কীভাবে হয়, কীভাবে সাহস পায় চোরের দল। ব্যাবসায়ীরা আরও বলেন যে, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলে তারা কোথায় যাবেন? এমন ঘটনা ঘটলে তারা ব্যবসা করার উৎসাহ হারিয়ে ফেলবেন বলে জানান তারা। ফেনী শহরের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, চুরির এমন দুর্ধর্ষ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি আরও বলেন,এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তাই পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ জানান। এ ঘটনায় দোকান মালিক শামছুল আলম খোকন বাদী হয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা করেন। অথচ দোকানে চুরি হওয়ার ৬ দিন পার হয়ে গেলেও গ্রেপ্তার হয় নি চোর। পুলিশ সূত্রে জানানো হয়; ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন (অপরাধ ও অপারেশন) সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জানান যে চোরকে শনাক্তের কাজ চলছে এবং কিছুদিনের মধ্যেই সুসংবাদ দিবেন।