পুলিশ পাহাড়ায় খালেদার গুলশান কার্যালয়
প্রতিবেদক : ৭২ ঘণ্টার হরতালের ঘোষণার পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। পুলিশ বলছে, বিরোধীদলীয় নেতার নিরাপত্তার স্বার্থেই বাড়তি পুলিশের ব্যবস্থা।
বিএনপির অভিযোগ, কার্যালয় থেকে কাউকে বের হতে বা ঢুকতে দিচ্ছে না পুলিশ। এমনকি তারা গ্রেফতারের ভয় দেখিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে আশপাশের সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মোড়গুলোতে তল্লাশীর ব্যবস্থাও নেয়া হয়।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, তিনি বাহিরে বের হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ও তার সঙ্গে ২ জন সাংবাদিকের পরিচয় জানতে চায়। এছাড়া কাজ ছাড়া কার্যালয় থেকে বের না হতেও নির্দেশ দেয়।
অফিস সহকারী আবদুস সালাম জানান, কার্যালয়ের গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ দাঁড়ানো। তারা বলছে, অফিস ছেড়ে বাহিরে না যাওয়ার জন্য।
মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আমীন বাড়তি পুলিশ মোতায়েনের বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৩টায় ওই কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে রবিবার থেকে মঙ্গলবার টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।