পুলিশ পাহারায় দূরপাল্লার বাস চলাচল শুরু
ঢাকা : রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে পুলিশ পাহারায় বাস চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে এনা পরিবহনের একটি বাস চলাচলের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। বাসটিতে কয়েকজন যাত্রী এবং তিনজন পুলিশ ছিল।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ জানান, টানা অবরোধের কারণে আমরা পরিবহন মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি। শ্রমিকরা কাজ করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন। তাই বাধ্য হয়ে বাস চলাচল শুরু করেছি।