পুলিশ দম্পতি হত্যা মামলা মেয়ে ঐশীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

06/05/2014 3:36 pmViews: 16

 

 

ঢাকা, ৬ মে  : পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক অভিযোগ গঠন করে আগামী ৫ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। অভিযুক্ত অন্য ২ জন হলো- ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি ও আসাদুজ্জামান জনি।

এদিকে গৃহকর্মী সুমি নাবালক থাকায় তার মামলাটি জুবেনাল মামলা হিসেবে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে এবং আগামী ২০ মে চার্জ শুনানির জন্য দিন ধার্য করা হয়। শুনানি চলাকালে আসামিদের আদালতে হাজির করা হয়েছিল।

এর আগে গত ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের মাতব্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতেএই চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ আগস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাটে পুলিশ দম্পতি খুন হন। ১৬ অগাস্ট তাদের লাশ উদ্ধার করা হয়। ১৭ অগাস্ট তাদের মেয়ে ঐশী পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

Leave a Reply