পুলিশ কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

05/10/2015 1:53 pmViews: 8
পুলিশ কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

 

পাবনার পাকশীতে সুজাউল ইসলাম নামে পুলিশের এক কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে পাকশী রেলওয়ে স্টেশনের পাশের একটি কলাগাবান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজাউল ইসলাম পাবনার পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক(এএসআই)।

পাকশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিমান কুমার দাশ জানান, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন পুলিশ কর্মকর্তা সুজাউল ইসলাম। ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সোমবার ভোরে টহল পুলিশ পাকশী রেলওয় স্টেশনের পাশের একটি কলাগাবান থেকে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। ওই পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইলকেটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply