পুলিশের ৫৯ এসপি পদে পদোন্নতি – বদলি
পুলিশের ৫৯ এসপি পদে পদোন্নতি – বদলি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা প্রতিদিন ডটকম: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। সদ্য পদোন্নতি পাওয়া ৫৯ জনকে এসপি পদে বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়াদের মধ্যে এসবির অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদকে পঞ্চগড়ের এসপি, পর্যটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন নাহারকে চাঁদপুরের এসপি, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেনকে মাদারীপুরের এসপি, ফরিদপুরের অতিরিক্ত এসপি বিজয় বসাককে বরগুনার এসপি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জিকে নাটোরের এসপি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত এসপি মো. শাহজালালকে মৌলভীবাজারের এসপি, জামালপুরের অতিরিক্ত এসপি নিজাম উদ্দিনকে জামালপুরের এসপি, ডিএমপির মো. নিশারুল আরিফকে রাজশাহীর এসপি, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে নেত্রকোনার এসপি, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে ঝালকাঠির এসপি, মানিকগঞ্জের অতিরিক্ত এসপি মিজানুর রহমানকে বান্দরবানের এসপি ও ঝালকাঠির এসপি মজিদ আলীকে খাগড়াছড়ির এসপি হিসেবে রদবদল করা হয়েছে। এ ছাড়া অন্যদের শিল্প, নৌ, বিমানবন্দর পুলিশ, ডিএমপি, পুলিশ অধিদপ্তর ও সিআইডিতে পদায়ন করা হয়েছে।