পুলিশকে অপব্যবহারের রাজনীতি বিদায় করতে চাই: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের কার্যালয় তছনছ করার অপরাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করতে চাই। শনিবার বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ের তালা ভেঙে তল্লাশি চালানোর প্রেক্ষিতে টুইটারে দেয়া পোস্টে তিনি এ কথা বলেন
শনিবার রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ের তালা ভেঙে তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের দুই নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ঘিরে সকাল সাড়ে ৬টার দিকে আকস্মিকভাবে পুলিশের তত্পরতা শুরু হয়। কার্যালয়ের সামনে সকাল সাতটার দিকে অবস্থান নেয় পুলিশ। সাড়ে ৭ টার দিকে কার্যালয়ের মূল ভবনে ঢোকেন পুলিশ সদস্যরা। তল্লাশি শুরুর আগে খালেদা জিয়ার এই কার্যালয় ও এর আশপাশের সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা ওই এলাকায় সাধারণ কোনো যানবাহন ঢুকতে দেওয়া হয়নি।
এই প্রেক্ষিতে টুইটারে দেয়া পোস্টে রবিবার বেগম খালেদা জিয়া বলেন, পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের তালা ভেঙে অভিযানের ঘটনায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়ে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।