পুরো জাতির ওপর গুলিবর্ষণ করা হয়েছিল: প্রধানমন্ত্রী
০১ আগস্ট, ২০১৫
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্ট শুধু একটি পরিবারের সদস্যদের ওপর গুলি করা হয়নি। সেদিন পুরো জাতির ওপর গুলিবর্ষণ করা হয়েছিল।
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। বাঙালী জাতি যেন বিশ্বসভায় চলতে পারে এ জন্য আমরা প্রতিটি কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ এখন আর মঙ্গা, দুর্ভিক্ষ ও হাহাকার নেই। আমরা আর কারো মুখাপেক্ষী হয়ে থাকব না।
তিনি বলেন, ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা নিম্ন থাকব না। উন্নত দেশ হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা প্রমুখ।