পুনরায় চালু হতে যাচ্ছে ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ মালবাহী ট্রেন
পুনরায় চালু হতে যাচ্ছে ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ মালবাহী ট্রেন
ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ মালবাহী ট্রেন আগামী বছর থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। মঙ্গলবার ত্রিপক্ষীয় অর্থনৈতিক সম্মিলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তুরস্কের ইস্তাম্বুলে ইকোনমিক করপোরেশন অর্গানাইজেশনের (ইকো) ১০তম সম্মেলনে বৈঠক করেছেন দেশগুলোর পরিবহন ও যোগাযোগমন্ত্রীরা।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তুরস্কের পরিবহনমন্ত্রী আদিল কারাইসমাইলোগলু বলেন, আন্তর্জাতিক কার্গো পরিবহনে যাবতীয় বাধা দূর করা উচিত।
তিনি আরো বলেন, ইকো অঞ্চলে কোটা ব্যবস্থা তুলে দেয়া উচিত।
সূত্র : ইয়েনি সাফাক