ইউক্রেনের শহরাঞ্চলের ওপর নির্বিচারে গোলাগুলি বর্ষণ করছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। কারণ তারা মূল শহরগুলি দখল করতে ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি যুক্তরাজ্য সরকারের। ইউক্রেনের সঙ্কট পরিস্থিতির সর্বশেষ আপডেট দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ”রাশিয়া তিন সপ্তাহেরও বেশি আগে আক্রমণ শুরু করার পর থেকে “উল্লেখযোগ্য ক্ষতির” সম্মুখীন হয়েছে। ফলস্বরূপ, রাশিয়া শহুরে এলাকায় তার নির্বিচারে গোলাবর্ষণ বাড়িয়েছে যার ফলে ব্যাপক ধ্বংস এবং বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। রাশিয়া শহরাঞ্চলে হামলার জন্য ভারী ফায়ারপাওয়ার ব্যবহার চালিয়ে যাবে কারণ তারা চাইছে বেসামরিক হতাহতের মূল্যে নিজের উল্লেখযোগ্য ক্ষতি সীমিত করতে।” ইউক্রেনের মারিউপোল শহরকে অবরুদ্ধ করে আরও নৃশংসতা চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য। সিটি কাউন্সিল বলেছে যে একটি আর্ট স্কুল যা প্রায় ৪০০ জনকে আশ্রয় দিয়েছিল সেখানেও আক্রমণ করেছে রাশিয়ান বাহিনী। সর্বশেষ হামলাটি এই সপ্তাহের শুরুতে হয়েছে। একটি থিয়েটারে রাশিয়া বোমা হামলা চালায় , যেখানে ১০০০ জনেরও বেশি লোক আশ্রয় নিয়েছিলেন ।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিউপোলকে রাশিয়ার নিরলস লক্ষ্যবস্তু বানানোর জন্য নিন্দা করেছেন, এই সন্ত্রাসী আক্রমণকে আগামী শতাব্দীও স্মরণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটিতে তার রবিবারের ভাষণে “এই ঘৃণ্য যুদ্ধ বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “ইউক্রেনের বিরুদ্ধে সহিংস আগ্রাসন দুর্ভাগ্যক্রমে কমছে না। এটি একটি গণহত্যা যেখানে প্রতিদিন নৃশংসতার পুনরাবৃত্তি হচ্ছে।” ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও সতর্ক করেছে যে রাশিয়া তার নিজের ক্ষতি সীমিত করার উপায় হিসাবে শহরাঞ্চলে আক্রমনের তীব্রতা বাড়াচ্ছে। এর মধ্যেই রবিবার রাশিয়ান নৌবাহিনীর একজন সিনিয়র অফিসার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।