পুতিনকে এরদোয়ানের চ্যালেঞ্জ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনা অভিযোগ বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোয়ান। তিনি ঘোষণা দিয়েছেন, পুতিনের অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন। মঙ্গলবার বিবিসির অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে নিজেদের তেল বাণিজ্য নিরাপদ করতেই রুশ বিমানটি ভূপাতিত করেছে তুরস্ক। তিনি আরো বলেছেন, তাদের জঙ্গিবিমান ভূপাতিত করে বিরাট ভুল করেছে তুরস্ক।
এরদোয়ান পুতিনের এই অভিযোগ প্রমাণ করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে তা প্রমাণ করতে হবে। আপনি অভিযোগ প্রমাণ করুন। তাহলে আমি পদত্যাগ করবো। একই সঙ্গে আপন যদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনারও পদত্যাগ করা উচিত।
গত ২৪ নভেম্বর ওই বিমানটি ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় একজন পাইলট নিহত হন। অন্য একজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাশিয়া। উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে একজন মেরিন সেনাও নিহত হয়।
তুরস্কের দাবি, রুশ বিমানটি তাদের আকাশপথ সীমা লঙ্ঘন করেছে। তুরস্কের দাবির সঙ্গে একমত পোষণ করেছে আমেরিকা।
পুতিনের ওই অভিযোগের বিষয়ে এরদোয়ান বলেন, আপনি যেহেতু তুরস্কের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাহলে এবিষয়ে প্রমাণ দেখান। আমরা অনেক ধৈর্য্য দেখিয়েছি। বর্তমানে দুটি দেশের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।