পিরোজপুরে সাঈদীর মামলার সাক্ষীর বাড়িতে হামলা লুটপাট
পিরোজপুর সংবাদদাতা : হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে পিরোজপুরের জিয়ানগরে টেংরাখালী গ্রামে দেলওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুব আলমের বাড়িতে জামায়াত-শিবির হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে।
মাহবুব আলম জানান, জামায়াত ও বিএনপির প্রায় আড়াইশ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ভাঙচুর করে। মামলার সাক্ষী হওয়ায় আক্রোশমূলকভাবে এ হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা এ আক্রমণ চালায়। কিন্তু আমি ঘরের দোতলায় আশ্রয় নেই এবং তাত্ক্ষণিকভাবে মোবাইলের মাধ্যমে পুলিশকে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।