পিরোজপুরে ব্লগার নিলয়ের শেষকৃত্য সম্পন্ন

09/08/2015 10:53 amViews: 8

পিরোজপুরে ব্লগার নিলয়ের শেষকৃত্য সম্পন্ন

 

পিরোজপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে ব্লøগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার রাত সোয়া ১০ টায় ঢাকা থেকে পুলিশ প্রহরায় নিলয়ের লাশ তার নিজ গ্রামে এসে পৌঁছায়। পরে রাত সাড়ে ১২ টায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
নিলয়ের মরদেহ গ্রামের বাড়িতে আসলে লাশ দেখে বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়েন বাবা- মা ও একমাত্র বোনসহ স্বজনরা। স্বজনদের এ আহাজারিতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এদিকে, গভীর রাত হলেও নীলকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভীড় করে শত শত মানুষ। প্রশাসনের পক্ষ থেকে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান উপস্থিত থেকে নিলয়ের শেষকৃত্য সম্পন্ন করেন।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকার খিলগাঁওয়ে ভাড়া বাসায় ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়কে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকালে ঢাকায় লাশের ময়না তদন্ত শেষে দুপুরে লাশ নিয়ে পিরোজপুরের গ্রামের বাড়ি রওয়ানা দেয় নিলয়ের স্বজনরা।

Leave a Reply