পিন্টুর মৃত্যু খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

04/05/2015 3:36 pmViews: 4

পিন্টুর মৃত্যু খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ মে রাতে কারা অধিদপ্তর এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান হলেন, ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল চৌধুরী। ৭ মে কমিটির রিপোর্ট দাখিল করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুরে তিনি রাজশাহী কারাগারে মারা যান। কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ পিন্টুকে হত্যা করা হয়েছে। রাজশাহী মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন শনিবার কারাকর্তৃপক্ষ ডেকে নিয়েও পিন্টুর চিকিৎসা করতে দেয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিন্টুকে হত্যা করা হয়েছে।

Leave a Reply