পিঁয়াজের ঝাঁঝে ভারতের চোখে জল

22/10/2013 6:39 pmViews: 22

images-200x125
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতি পিঁয়াজের দাম লাফাতে লাফাতে এখন একশ রুপি ছুঁতে চলেছে। গতমাস থেকেই সেখানে নিত্য প্রয়োজনীয় এই ভোগ্য পণ্যটির দাম বাড়তে থাকে। সম্প্রতি দোশরা, দেওয়ালি ও ঈদ উৎসবে ব্যাপক চাহিদার মুখে পিঁয়াজের দাম আরো বেড়ে যায়।। দেশীয় চাহিদা মেটাতে সরকার চীন ও মিশর থেকে থেকে পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

খাদ্যমন্ত্রী কেভি থমাস মঙ্গলবার বিদেশ থেকে পিঁয়াজ আমদানির ঘোষণা দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পিঁয়াজের দাম কমে যাবে বলেও ঘোষণা দেন তিনি।

ব্যবসায়ীদের অভিযোগ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের মতো পিঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলোতে আবাদ নষ্ট হয়ে যাওয়ায় এর দাম বেড়েছে।

রাজধানী নয়াদিল্লীর খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ ৯০ রুপি এবং চন্ডিগড় ও ভুপালে ৮০ রুপিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার কারণে দেশে প্রতি মাসে চাহিদার তুলনায় পিঁয়াজের সরবরাহ অর্ধেকে নেমে এসেছে।

দোশরা, দেওয়ালি আর ঈদ পরপর এ তিনটি ধর্মীয় উৎসবের কারণে মাত্র এক সপ্তাহে ৪০ টাকা দরের পিঁয়াজ এখন প্রায় একশ টাকায় বিক্রি হচ্ছে।

চন্ডিগড়ের এক বসিন্দা বলেন, ‘দাম বেড়ে যাওয়ার কারণে শহরের রেস্টুরেন্টগুলোতে এখন সালাদ বন্ধ করে দেয়া হয়েছে।’

দিল্লীর খুচরা বিক্রেতা অখিল সুবজি মান্দি বলেন, আগামী ১০ দিনের মধ্যে এর দাম ৪৫ রুপিতে নেমে আসবে। তবে পিঁয়াজের দাম না কমলে বিপদে পড়বে ক্ষমতাসীন কংগ্রেস। কেননা আগামী মাসেই দিল্লীতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই পিঁয়াজের ঝাঁঝ নিয়ে এবার চিন্তিত দিল্লী কংগ্রেস।

উত্তর দিল্লীর এক বাসিন্দা আক্ষেপ করে এনডিটিভিকে বলেন, ‘আমরা তো তরকারিতে পিঁয়াজ দেয়া ছেড়েই দিয়েছি। বাড়িতে মেহমান আসলে কিংবা কোনো বিশেষ উৎসব উপলক্ষেই কেবল পিঁয়াজ ব্যবহার করি।

Leave a Reply