পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত জেএমবি সদস্য রাকিব আটক

23/02/2014 7:17 pmViews: 7

পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত জেএমবি সদস্য রাকিব আটক
টাঙ্গাইল : ময়মনসিংহের ত্রিশালে হামলা চালিয়ে  ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত জেএমবি সদস্য রাকিব হাসানসহ চার সন্দেহভাজন ৩ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

রোববার বিকেলে চারটার দিকে টাঙ্গাইলের সখীপুরের তক্তা চাল এলাকা থেকে রাকিবকে আটক করে পুলিশ।

এদিকে, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাসিবুল আলম জানান, ছিনিয়ে আসামিদের নিয়ে দ্রুতগতিতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরের পিছের মাথা প্রশিকা নামক স্থানে গাড়িটি একটি সিএনজির ওপর উঠিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা পলাতক অন্য আসামীরা পালিয়ে যায়।

অপর এক অভিযানে জেএমবি সদস্য মো. জাকারিয়াকে (২৮) একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৫টি হাতবোমাসহ বংকী নামক স্থান থেকে আটক করা হয়।

এদিকে, উপজেলার তক্তার চালা এলাকা থেকে গাজীপুর জেলার রাসেল (৩৫) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে রায়হানকে (৩০) সন্দেহভাজন হিসেবে আটক করেছে সখীপুর থানা পুলিশ।

পালত অপর আসামীদের এখনো আটক করা যায়নি।

Leave a Reply