পালিয়ে যাওয়ার ইতিহাস খালেদা জিয়ার নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহম্মেদ বলেছেন, শেখ হাসিনার যাদুর বাক্স থেকে সব সময় খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের কথা বেরিয়ে আসে। বেগম খালেদা জিয়া চিকিত্সা নেয়ার জন্য লন্ডনে গেছেন। কিন্তু আওয়ামী লীগ নেতারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। পালিয়ে যাওয়ার ইতিহাস খালেদা জিয়ার নেই। আওয়ামী লীগের উন্নয়ন কয়েক দিনের বৃষ্টিতেই ম্লান হয়ে গেছে। বেগম খালেদা জিয়া দেশব্যাপী বিএনপির নতুন সদস্য সংগ্রহে এক কোটির টার্গেট দিয়েছেন। আমরা আশা করছি এর চেয়েও অনেক বেশি সদস্য সংগ্রহ হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জিনজিরায় বিএনপির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহবায়ক হাজী নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন, সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর পল, বিএনপি নেতা ওমর শাহ নেওয়াজ ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ।