পালিয়ে বাঁচলো নাইজেরীয় ছাত্রীরা

07/07/2014 5:59 pmViews: 4
 
পালিয়ে বাঁচলো নাইজেরীয় ছাত্রীরা
প্রায় তিন মাস আটক থাকার পর বোকো হারামের কবল থেকে মুক্তি পেয়েছে নাইজেরিয়ার ৬৩ জন স্কুল ছাত্রী। বোকো হারাম জঙ্গিরা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গেলে সেই সুযোগে ছাত্রীরা পালিয়ে আসে।

গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোর্নো রাজ্যের চিবোক শহরের এক বোর্ডিং স্কুল থেকে ২৬৭ জন ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। পরে ৪০ জন পালিয়ে এলেও বাকিরা এতদিন জিম্মি ছিল।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ধরে নিয়ে যাওয়া ছাত্রীদের অধিকাংশই খ্রিষ্টান এবং বোকো হারাম সদস্যরা অপহরণের পরই জোর পূর্বক তাদের ধর্মান্তরিত করে।

রোববার চিবোকের নগর পরিষদের সদস্য আব্বাস গাভা জানান, তার সহকর্মীদের কাছ থেকে তিনি এমন বার্তা পেয়েছেন যাতে বলা হয়, বোকো হারাম জঙ্গিদের হাতে আটক ৬৩ জন ছাত্রী নিজ নিজ বাড়িতে ফিরেছেন। বোর্নো রাজ্যের রাজধানী মাইডুগুরির নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনাকর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply