পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনি : ব্রিটিশ সুপ্রিম কোর্ট

24/09/2019 7:23 pmViews: 5

পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনি : ব্রিটিশ সুপ্রিম কোর্ট

পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনি : ব্রিটিশ সুপ্রিম কোর্ট – ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত বলেছে, পার্লামেন্টকে দায়িত্ব পালন করতে না দেওয়াটা ভুল।

দেশের গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোর উপর প্রভাব‘ভয়াবহ’বলে অভিমত দিয়েছেন কোর্ট প্রেসিডেন্ট লেডি হেল।

গত ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্ট পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী জনসন বলেছিলেন, আগামী ১৪ অক্টোবর রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন সরকারের কার্মপরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভাষণ দেবেন। সেই কাজ সুষ্ঠুভাবে করতেই পার্লামেন্টের সর্বশেষ অধিবেশন মুলতবি করা হয়েছে।

তবে ওই দিনই প্রতিনিধি পরিষদে জনসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন পার্লামেন্ট সদস্যরা।

Leave a Reply