পার্লামেন্টে যোগ দিয়েছেন মাহিন্দ রাজাপাকসে
পার্লামেন্টে যোগ দিয়েছেন মাহিন্দ রাজাপাকসে
গুজব রটেছে পদত্যাগ করার পর বুধবার প্রথমবার শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে আকাশ পথে সেখানে গিয়েছিলেন মাহিন্দ রাজাপাকসে। কিন্তু তার অফিস এ খবর প্রত্যাখ্যান করেছে। জানিয়েছে, তিনি আকাশপথে কোনো হেলিকপ্টারে করে পার্লামেন্টে যাননি। তিনি গিয়েছিলেন সড়কপথে। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মিরর বলছে, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের সাবেক সমন্বয়কারী সেক্রেটারি গীতানাথ ক্যাসিলিঙ্গাম বলেছেন, মাহিন্দ রাজাপাকসে এখন কলম্বোতেই আছেন। তিনি সকড়পথেই পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়েছিলেন। ছেলে নামাল রাজাপাকসে ও তিনি নিয়মিত পার্লামেন্ট অধিবেশনে যোগ দেবেন। শিগগিরই সাবেক এই প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখবেন।
ওদিকে তার বড়ভাই এমপি চামাল রাজাপাকসে পার্লামেন্টে বলেছেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসরে যাওয়া উচিত ছিল মাহিন্দ রাজাপাকসের। পার্লামেন্টে তিনি বলেছেন, যেকাউকে তার পদ ছাড়ার জন্য প্রস্তুত থাকা উচিত। রাজাপাকসেরা ৯০ বছর ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে তাদের অনেক সম্পদ বন্ধক রেখেছে
এখনও আমাদের অনেক সম্পদ অবমুক্ত করতে প্রস্তুত। ৯ই মে সহিংসতা এবং মাহিন্দ রাজাপাকসের পালানো প্রসঙ্গে তিনি বলেন, গ্যালে ফেস এবং টেম্পল ট্রিজের সামনে বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছেন আইজিপি এবং প্রতিরক্ষা সচিব।
তিনি বলেন, ওইসব মানুষকে আকস্মিক উত্তেজিত করা হয়েছিল। আইজিপি এবং প্রতিরক্ষা সচিব এই হামলাকারীদের থামাতে পারেননি এটা বিস্ময়কর। বর্তমানে সাধারণ একটি ধারণার জন্ম হয়েছে যে আইজিপি পরিণত হয়েছেন ‘পিআইজি’তে। সরকার দলীয় রাজনীতিকদের ওপর হামলার নেপথ্যে ছিল জেভিপি এবং ফ্রন্টলাইন সোশালিস্ট পার্টি।
উল্লেখ্য, চামাল রাজাপাকসের জন্ম ১৯৪২ সালের ৩০ শে অক্টোবর দক্ষিণের জেলা মাতারা’য়। তিনি পিতামাতার ৯ সন্তানের মধ্যে সবচেয়ে বড়। তার ছোট ভাইদের মধ্যে আছেন মাহিন্দ রাজাপাকসে, গোটাবাইয়া রাজাপাকসে, বাসিল রাজাপাকসে। বোনদের মধ্যে অন্যতম ডিএ রাজাপাকসে এবং ডোনা ডানডিনা সামারাসিঙ্ঘে।