পার্কে আপত্তিকর অবস্থায় ২৪ যুগল আটক

17/03/2014 10:01 pmViews: 9
পার্কে আপত্তিকর অবস্থায় ২৪ যুগল আটক
রাজশাহী : রাজশাহী নগরীর ভদ্রা আবাসিক এলাকার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ২৪ যুগলকে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের আটক করলেও পরে কান ধরে উঠবস করিয়ে তাদের ছেড়ে দেয়। এরা সকলেই নগরীর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, নগরীর ভদ্রা পার্কের গভীর জঙ্গলে দীর্ঘদিন ধরে এমন অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। এ নিয়ে স্থানীয়রা থানায় অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে সোমবার ওই পার্কে অভিযান চালায় পুলিশ।

এ সময় আপত্তিকর অবস্থায় ২৪ যুগলকে আটক করা হয়। ভবিষ্যতে আটককৃতরা পার্কে আসলেও আর নোংরা কাজে জড়াবে না এমন অঙ্গীকারের ভিত্তিতে মানবিক কারণে ‘মৃদু’ শাস্তি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply