পারিবারিক কবরস্থানে সমাহিত সমাজকল্যাণ মন্ত্রী
বুধবার বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে দর্জিমহল এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে তার মৃতদেহ আনা হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে তার মৃতদেহ বরণ করে নেন।
এরপর শরের দর্জিমহল এলাকায় নিজ বাসায় সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ রাখা হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রীর নামাজের জানাজা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ড. শিরীন শারমিন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ। এর পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন মহসিন আলী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর নেয়া হয়।
গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী।