পারফরমেন্সে পাক ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা উচিত: শোয়েব আখতার

26/07/2013 7:10 amViews: 24

image_37139_0করাচি: ফাস্ট বোলার শোয়েব আখতার পাকিস্তানি ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার নীতি অবলম্বনের আহবান জানিয়েছেন। এছাড়া খেলাটির প্রতি খেলোয়াড়দের মনোভাবের যথেষ্ট পরিবর্তন আনা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় এবং ঘরোয়া ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর পরামর্শ দিয়ে সাবেক এ পেসার বলেন, “তবে এজন্য খেলোয়াড়দের জবাব দিহিতাও বাড়াতে হবে।”

আখতার বলেন, “আমি মনে করি খেলোয়াড়দের দেয়া অর্থের পরিমাণ আরো বাড়ানো দরকার। এতে অন্যায় কিছু নেই কারণ খেলোয়াড়দের কল্যাণেই ক্রিকেট বোর্ড অর্থ আয় করে। তবে এ জন্য খেলোয়াড়দেরও অবশ্যই তাদের পারফরমেন্সের ব্যাপারে জবাবদিহিতা থাকতে হবে। কোনো খেলোয়াড় যদি তার জন্য নির্দিষ্ট মানের পারফরমেন্স করতে না পারে কেন্দ্রীয় চুক্তির পরবর্তী ধাপে তাকে অবনমন করা উচিত।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো বিদেশী টি-২০ লীগগুলোর কারণে ক্রিকেটে বিপুল পরিমাণ অর্থ আসছে এ ক্ষেত্রে খেলোয়াড়রা বিকল্প হিসেবে এসব টুর্নামেন্টের প্রতি আকৃষ্ট হতে পারে বলেও ধারণা করছেন তিনি।

আখতার বলেন, “এটা ঘটতে পারে কেননা কোনো খেলোয়াড় যদি কোনো টি-২০ লিগে কোনো দলের সঙ্গে ৩-৪ বছরের চুক্তি করতে পারে তবে সে তার ভবিষ্যত নিয়ে চিন্তা করবে এবং তাহলে তিন ফরমেটেই ঐ খেলোয়াড় কত দিন খেলা অব্যাহত রাখতে পারবে।

সাবেক এ পেসার বলেন, “বর্তমান সময়ে এমন অনেক উদাহরণ আছে যে, অনেক শীর্ষ খেলোয়াড় তাদের ক্যারিয়ার দির্ঘায়িত করতে অন্যান্য ফরমেট বাদ দেয় এবং কেবলমাত্র টি-২০’র দিকেই নজর দেয়।”

তিনি বলেন, “এখন ক্রিকেটে প্রচুর অর্থ এবং এ জন্যই আমি বিস্মিত হই যে অর্থ আয়ের জন্য মোহাম্মদ আমিরের মতো মেধাবী এক ক্রিকেটার কেন ভুল পথে হাটতে হবে। সে কেবল আইপিএলে একটা সুযোগ পেলে কিংবা ইংলিশ কাউন্টি একটা দলের সঙ্গে চুক্তি করতে পারলেই অনেক বেশি অর্থ আয় করতে পারত।”

আখতার বলেন, “খেলোয়াড়দের মনোভাবে পরিবর্তন আনা এবং খেলাটির প্রতি আরো ইতিবাচক ও আক্রমণাত্মক হওয়া দরকার।”

আখতার বলেন, “মানুষ এখন আক্রমণাত্মক ক্রিকেট দেখতে চায়। আগ্রাসী এবং আক্রমণাত্মক ক্রিকেট না খেললে তুমি শীর্ষ ক্রিকেটে টিকে থাকতে পারবে না। আমার কাছে পাকিস্তানের ওয়ানডে এবং টি-২০ দলটি খুবই শক্তিশালী কিন্তু তাদের দরকার কেবলমাত্র খেলাটির প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ না হলেও ৪-১ ব্যবধানে পাকিস্তান সিরিজ জয় না করতে পারায় তিনি হতাশ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “ভালো দলগুলো এমন ধরনের সুযোগ নষ্ট করে না। তাদের আমাদের হোয়াইটওয়াশ করা উচিত ছিল কারণ তাদের চেয়ে আমরা অনেক ভালো দল। আমরা যদি দুর্বল দলগুলোকে গুড়িয়ে না দিতে পারি তবে বিশ্বের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে আমারা ভালো কিছু করার আশা করতে পারি না।” কেবল ভালো পদ্ধতির কারণেই শীর্ষ মেধাবী এবং অপরাজেয় একটা দল সৃষ্টি করে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় এখনো ভালো ক্রিকেট পদ্ধতি চালু আছে। কিন্তু মুহূর্তের মধ্যেই তারা ৬/৭ জন শীর্ষ খেলোয়াড়কে হারিয়েছে। দেখুন তারা আজ কোন অবস্থায় আছে । এমনকি ভারত এখন খুবই ভালো করছে কারণ তাদের ভালো মানসম্মত অনেক খেলোয়াড় আছে।”

Leave a Reply