পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, ৫শ গাড়ি আটকা
ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুক্রবার দিবাগত রাত ১০ টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে পাঁশ শতাধিক গাড়ি উভয় পাড়ে আটকা পড়ে যায়।
শুক্রবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি। দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, শুক্রবার সকালে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায়, পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে তীব্র যানজট ছিল।
ছোট বড় ১০টি ফেরি দিয়ে দিনভর আটকে পড়া যানবাহন পারাপার করা হয়। যাত্রীবাহী যানবাহন পারাপার শেষ হলেও দুই প্রান্তে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে রাত ১০ টার দিকে হঠাৎ করে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
তিনি জানান, কুয়াশার কারণে তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে শাহ জালাল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাষা শহীদ বরকত ও কপোতী নামে চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম এসএম শাহাদত হোসেন জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল স্বাভবিক হবে।
রাত পৌনে ১১ টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া উভয়পাড়ে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষায় ছিল।