পাকিস্তান সুপার লিগে বাংলাদেশী ১০ ক্রিকেটার

11/12/2015 2:08 pmViews: 4
পাকিস্তান সুপার লিগে বাংলাদেশী ১০ ক্রিকেটার

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল)  গভর্নিং কাউন্সিল আগামী বছরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ১০ বাংলাদেশী ক্রিকেটারের নাম বাছাই করেছে।

আগামী ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ লিগ অনুষ্ঠিত হবে। পাঁচটি ক্যাটাগরিতে ৩০৮ ক্রিকেটারকে বাছাই করেছে পিএসএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা ১৩৭ এবং বিদেশী ক্রিকেটার ১৭১ জন।  ওই বিদেশীদের তালিকায় রয়েছেন সাকিব-মুশফিকরা।

বাংলাদেশের ১০ ক্রিকেটার হলেন-বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং ক্যাটাগরির মধ্যে সাকিব আল হাসান রয়েছেন প্লাটিনামে। এছাড়া গোল্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

পাঁচ ফ্রাঞ্চাইজি এ খেলায় অংশ নেবে। সাকিবের সঙ্গে প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন ক্রিস গেইল, শেন ওয়াটসন ও কুমার সাঙ্গাকারার মতো খেলোয়াড়রা।

Leave a Reply