পাকিস্তান সিনেটে প্রথম হিন্দু নারী

05/03/2018 11:35 amViews: 22
পাকিস্তান সিনেটে প্রথম হিন্দু নারী
 
পাকিস্তান সিনেটে প্রথম হিন্দু নারী
 
পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক হিন্দু দলিত নারী জয় পেয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো দলিত হিন্দু নারী সিনেটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাজ্য সিন্ধু প্রদেশে এক দলিত নারীর এই জয়কে ঐতিহাসিক হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে ইমরান খানের দলের অন্তত ১৭ এমপি সিনেট নির্বাচনে ভোট বিক্রি করেছেন। খবর ডনের
কৃষ্ণা কুমারি কোলি (৩৯) পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য। তিনি থারি এলাকার বাসিন্দা। নারী সংরক্ষিত সিন্ধু প্রদেশ আসন থেকে তিনি জয়ী হয়েছেন। এর আগে ২০০৬ সালের মার্চে পিপিপি’র টিকেটে সিনেটে যান রত্না ভাগাবন্ত চাওয়ালা।
পিপিপি সূত্রে জানা গেছে, এই জয় নারীদের এবং সংখ্যালঘু হিন্দুদের কাছে একটি মাইলফলক হয়ে থাকবে। কারণ নগরপার্কর জেলার প্রত্যন্ত গ্রামে ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে কোলির জন্ম। গরিব হিন্দু দলিত পরিবার থেকে নিজের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছেন তিনি যা খুব সহজ ছিল না। নবম শেণিতে পড়ার সময়ই তার বিয়ে হয়। তারপরও ২০১৩ সালে সমাজবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন কোলি। নিজের দাদার সঙ্গে একসঙ্গে কোলি পিপিপিতে যোগ দেন।
সিনেট নির্বাচনে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের ইমরানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) দলের ১৭ জন এমপি ভোট বিক্রি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। এমনও জানা গেছে, ২০ জন এমপি তাদের দলের বাইরের প্রার্থীকে অর্থের বিনিময়ে ভোট দিয়েছেন।

Leave a Reply