‘পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন ভারত নিয়ন্ত্রণে নেবে’

17/09/2019 10:55 pmViews: 8

‘পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন ভারত নিয়ন্ত্রণে নেবে’

‘পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন ভারত নিয়ন্ত্রণে নেবে’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন ভারত নিয়ন্ত্রণে নেবে। কারণ পাকিস্তান নিয়ন্ত্রিত ভারতের অংশ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

জয়শঙ্কর বলেন, ‘পিওকেতে (পাক অধিকৃত কাশ্মীর) আমাদের অবস্থান আছে, সবসময় ছিল এবং সবসময় স্পষ্টভাবেই থাকবে। পিওকে ভারতের অংশ এবং আমরা আশা করি একদিন এটি আমাদের আয়ত্বে আসবে।’

কাশ্মীর নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ থেকেই ভারতের অবস্থান পরিষ্কার।’

 

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আপনারা নিজেরাই উত্তর পাবেন।’

Leave a Reply