পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ বাতিল
জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ত্রি-দেশীয় সিরিজ বাতিল হয়ে গেল। সিরিজ বাতিলের সুনিদির্ষ্ট কোন কারণ জানানো হয়নি। তবে জানা যায়, ওই সিরিজে খেলতে আগ্রহী নয় পাকিস্তান। সফরকারী পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ইতিমধ্যে। এতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে পাকিস্তান উঠে এসেছে আট নম্বরে। ২০১৬‘র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও এতে নিশ্চিত হয়েছে তাদের। এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন ঝুঁকি নিতে চায় না। আগামী ১৭ই আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত ত্রি-দেশীয় ওয়ানডে আসর আয়োজনের চিন্তা করছিল জিম্বাবুয়ে।