পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৯
প্রথম বাংলা ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলের আরব সাগর উপকূলবর্তী প্রদেশ বেলুচিস্তানে ৭ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩৯ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র সচিব গিলানি ও আওয়ারান জেলার ডেপুটি কমিশনার আবদুল রশিদ বেলুচ ও পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মির্জা কামরান জিয়া।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বিকাল চারটা ২৯ মিনিটে বেলুচিস্তানের দালবানদিন এলাকার কাছে আওয়ারান জেলার ৬৯ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। জিও টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়।
একই সঙ্গে প্রথম দফায় ভূমিকম্পের পর দ্বিতীয় দফায় ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় বলেও জানায় ইউএসজিএস।
ভূমিকম্পের তীব্রতায় ভারতের রাজধানী নয়াদিল্লিও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
পাক সংবাদ মাধ্যমগুলোর প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ পুরো বেলুচিস্তান এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।
এছাড়া, পার্শ্ববর্তী সিন্ধ প্রদেশসহ করাচি, হায়দরাবাদ, জাকোবাবাদ, খাইরপুর এবং নৌশেরো ফিরোজ শহরও ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে।
পাক সংবাদ মাধ্যমগুলোর উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, আওয়ারান জেলার অনেক বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, এসব ধ্বংসস্তুপে অনেক হতাহত লোকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। । এছাড়া, ভূমিকম্পের সময় লোকজন বাড়িঘরে আটকে পড়ায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি।