পাকিস্তানে ফের ভূমিকম্প নিহত ১২
ডেস্ক : পাঁচদিন আগে ভয়াবহ ভূমিকম্পে ৫ শতাধিক লোকের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসলীলার পর শনিবার ফের কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৮। এই ভূমিকম্প ‘আফটার শক’ নয়, নতুন করে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় ভূকম্প কেন্দ্রের পরিচালক জাহিদ রফি। খবর ডন ও জিনিউজের।
ভূমিকম্পের পর বালুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র জান মোহাম্মদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উত্?পত্তিস্থল আওরান জেলার উত্তর-পূর্বে ৯৬ কিলোমিটার দূরে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট নাগাদ এই বড় মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। নতুন করে ভূমিকম্পের ফলে আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে।
গত মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে ৭.৭ মাত্রার যে ভূমিকম্প আঘাত হানে তাতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানকার হাজার হাজার মানুষ এখনও গৃহহীন, খাদ্যহীন ও অসুস্থ। এর মধ্যে উদ্ধারকারী দলের ওপর জঙ্গি গোষ্ঠীর হামলা। তার ওপর আবার নতুন করে ভূমিকম্প