পাকিস্তানে নিষিদ্ধ ‘কেয়া কুল হ্যায় হাম ৩’

26/01/2016 4:33 pmViews: 9
পাকিস্তানে নিষিদ্ধ ‘কেয়া কুল হ্যায় হাম ৩’
অশ্লীলতার অভিযোগে বলিউডের অ্যাডাল্ট কমেডি সিনেমা কেয়া কুল হ্যায় হাম থ্রি নিষিদ্ধ করেছে পাকিস্তান সেন্সর বোর্ড। সিনেমাটি দর্শকদের দেখার উপযুক্ত নয় বলে জানিয়েছে সেন্সরবোর্ড কর্তৃপক্ষ।

সোমবার দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন এবং প্রাদেশিক সেন্সর বোর্ড সিনেমাটি দেখেছে। এরপরই দেশটিতে সিনেমাটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নেয়া হয়।

দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশনের প্রধান মোবাস্সির হাসান জানান, সিনেমাটিতে নগ্নতা এবং অশালীন সংলাপসহ একের পর এক অশ্লীল দৃশ্য রয়েছে। সিনেমাটি নগ্নতায় ভরপুর এবং এতে প্রচুর অশালীন সংলাপ রয়েছে। তাই বোর্ড সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে

সিন্ধ বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ফাখরে-আলম বলেন, পাঞ্জাব এবং সিন্ধসহ সকল প্রাদেশিক সেন্সর বোর্ড সিনেমাটি দর্শকদের সামনে প্রদর্শনের জন্য অনুপযুক্ত মনে করেছে।

কেয়া কুল হ্যায় হাম থ্রি সিনেমায় অভিনয় করেছেন তুষার কাপুর, আফতাব শিবদাসানি ও মান্দানা করিমি।

গত শুক্রবার সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে। ছবির বিষয়বস্তু কুরুচিপূর্ণ ও অশালীন এই অভিযোগে সিনেমার প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকারকে নোটিশ পাঠিয়েছে বম্বে হাইকোর্ট। আগামী সপ্তাহে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

দিন কয়েক আগে জনস্বার্থে এই ছবি নিষিদ্ধ করতে কোর্টে পিটিশন দায়ের করেছিলেন জুবের খান নামে এক ব্যক্তি।

পিটিশনে দাবি করা হয়, ছবিটি দেশের সংস্কৃতি, মূল্যবোধের বিরোধী। ছবিটির ট্রেলর ও পোস্টারকেও অত্যন্ত অশালীন, অর্ধ-নগ্ন বলে দাবি করা হয়।

চিত্রনাট্য যে সেক্স কমেডি নিয়ে সাজানো হয়েছে, তা আগেই জানিয়েছিল টিম ‘কেয়া কুল হ্যায় হাম ৩’। কিন্তু মোশন পোস্টার প্রকাশের পরই দেখা গিয়েছিল অশ্লীলতার কোনও তোয়াক্কাই করেননি পরিচালক উমেশ ঘাগড়ে। আর তা নিয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনাও হয়েছে। কেয়া সুপার কুল হ্যায় হাম সিনেমার সিক্যুয়াল এটি।

Leave a Reply