পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

10/04/2022 4:29 pmViews: 5

অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। এখন তার নামের আগে যুক্ত হয়েছে ‘সাবেক প্রধানমন্ত্রী’। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী নেই। তবে এই পদে অন্তর্বর্তী সময়ের জন্য জাতীয় পরিষদে নির্বাচন হওয়ার কথা আগামীকাল সোমবার। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সর্বশেষ সময় আজ রোববার স্থানীয় সময় বিকাল ২টা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনের এই অধিবেশন শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ১১টায়। জাতীয় পরিষদের সেক্রেটারিয়েটের মতে, আজই বিকাল ৩টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আগে থেকেই আলোচনা আছে, নতুন প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ।

Leave a Reply