পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত!
পাকিস্তানে মেয়াদ শেষে জাতীয় পরিষদ নির্বাচন। সেই নির্বাচন হবে যথারীতি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। একটি দল যেহেতু অন্য দলের ওপর ভরসা পায় না, তাই ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে এ নিয়ে কিছুদিন আগে থেকেই আলোচনা, রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে। কাকে বানানো হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আলোচনায় গুরুত্ব পায় এই ইস্যু।
সূত্রের উদ্ধৃতি দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এ বিষয়ে একমত হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বানাতে চায় বর্তমান অর্থমন্ত্রী ইসহাক দার’কে।
সূত্র আরও বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর গ্রহণযোগ্যতা আছে ‘এস্টাবলিশমেন্টে’র কাছে। এমন প্রশ্নের জবাবে টিভি সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, তাকে নির্বাচিত করা হবে এই দায়িত্বে এটা এখনই বলা খুব অপরিপক্ব ব্যাপার।
তিনি আরও বলেন, আপনারা যা বলছেন তা মাত্র দেখেছি আমি। একজন মুসলিম হিসেবে আমি মনে করি, নিজে থেকে কোনো পদের জন্য উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। এর জন্য দৌড়ানো বা তদবিরও করা উচিত নয়। এই পদে কে দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করা হবে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায়। তার কাছে জানতে চাওয়া হয় তার নাম নিয়ে ঐকমত হয়েছে কিনা। জবাবে ইসহাক দার বলেন, তার রেকর্ড এটাই বলে যে, সব সময়ই তিনি সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করেছেন।