পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৭৮

22/09/2013 6:40 pmViews: 10

Attack-bg20130922044217ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে খ্রিস্টান সম্প্রদায়ের একটি পূণ্যাশ্রমের (চার্চ) বাইরে দুটি বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটাই খ্রিস্টান সম্প্রদায়ের উপর অন্যতম ভয়াবহ হামলা।

রোববার পাকিস্তানের ডন পত্রিকার বরাতে এ তথ্য পাওয়া গেছে।

দেশটির চিকিৎসা কেন্দ্র ও পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববারের প্রার্থনা শেষে বের হওয়ার সময় পূণ্যার্থীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারীরা।

সাম্প্রতিক সময়গুলোতে চালানো এ ধরনের হামলার জন্য পাকিস্তানের জঙ্গিদের দায়ী করা হয়ে থাকে। তবে এখন পর্যন্ত রোববারের হামলার দায় স্বীকার করেনি কেউ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দু’টি বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। এর মধ্যে প্রথমটির চেয়ে দ্বিতীয়টি অনেক বেশি শক্তিশালী ছিল।

পেশোয়ার পুলিশের কর্মকর্তা জহির শাহ বলেন, তিনি বিশ্বাস করেন জঙ্গিরাই এ হামলা চালিয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রায় ৫০০ থেকে ৬০০ পূণ্যার্থী ওই সময় চার্চে অবস্থান করছিলেন। তিনি জানান, আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য পেশোয়ারের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়া, আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply