পাকিস্তানে আটকে গেল ‘রইস’-এর প্রদর্শন
পাকিস্তানে আটকে গেল ‘রইস’-এর প্রদর্শন
অনেক ঢাকঢোল পেটানো হয়েছিল। শেষ পর্যন্ত ছাড়পত্র মিললো না। তাই পাকিস্তানে আটকে গেল ‘রইস’-এর প্রদর্শন। সমপ্রতি মুক্তি পাওয়া বলিউডের ছবিগুলো পাক প্রেক্ষাগৃহে প্রদর্শনে জন্য প্রয়োজনীয় অনুমতি মেলে গত সপ্তাহে। সেসূত্রে গেল রোববার থেকে ‘কাবিল’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো ছবিগুলো দেখানো শুরু হয়। কিন্তু, সোমবারের নয়া নির্দেশে বাদ পড়লো গেল শাহরুখ-মাহিরার ওই ছবি। পাক সেন্সর বোর্ডের মতে, ওই ছবির বিষয়বস্তু আপত্তিকর। তাই ছাড়পত্র দেয়া যাবে না। নয়া এই নির্দেশে যথেষ্ট ক্ষুব্ধ ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া। টুইট করে তিনি জানিয়েছেন, পাকিস্তানে রইস নিষিদ্ধ? ক্ষুব্ধ! হতাশ! কিন্তু, কেন আটকে দেয়া হলো ‘রইস’? পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবির বিষয়বস্তু নিয়েই আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ছবিতে নাকি মুসলমানদের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। ওই ধর্মীয় গোষ্ঠীকে অসম্মান করা হয়েছে। তাদের অপরাধী এবং সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাহুল ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, পাক বোর্ডের এহেন সিদ্ধান্তে তার কিছু বলার নেই। ‘রইস’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। সেখানে পাকিস্তানের এমন এই সিদ্ধান্ত তাকে হতাশ করেছে! এদিকে সমপ্রতি মুক্তি পাওয়া বলিউডি ছবিগুলো পাকিস্তানে দেখানোর ছাড়পত্র মেলায় টিম-রইস বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল। সকলেই আশায় ছিলেন, রইসও দেখানো হবে। কিন্তু, সব আশায় জল ঢেলে দিয়েছে পাক সেন্সর বোর্ড।