পাকিস্তানের নাটকীয় জয়

18/10/2016 5:09 pmViews: 9

পাকিস্তানের নাটকীয় জয়

 

শেষ মুহুর্তে লজ্জার হাত থেকে বাঁচলো পাকিস্তান। আরব আমিরাতের দুবাইতে ¯œায়ুক্ষয়ের টেস্টে তারা ৫৬ রানে হারায় ওয়েন্ট ইন্ডিজকে। দিন রাতের ঐতিহাসিক দ্বিতীয় আর দুই দলের প্রথম টেস্ট ছিল এটি। সোমবার টেস্টের পঞ্চম দিনের শেষ বিকালেও বোঝা যাচ্ছিল না কে জিতবে। সম্ভাবনায় এগিয়ে গিয়েছিল ওয়েন্ট ইন্ডিজই। জয়ের জন্য যখন মাত্র ৮৩ রান বাকি তখনও ওয়েস্ট ইন্ডিজের হাতে চার উইকেট। আর ক্রিজে থিতু সেঞ্চুাির করা প্যারেন ব্রাভো আর অধিনায়ক জেসন হোল্ডার। এ জুটির সংগ্রহ তখন প্রায় ২৪ ওভারে ৬৯ রান। পাকিস্তানের বোলাররা কোনভাবেই টলাতে পারছিলেন না তাদের। শেষ পর্যন্ত লেগ স্পিনার ইয়াসির শাহের এক অসাধারণ ক্যাচে ভাঙ্গে এ জুটি। ২৬৩ রানের মাথায় কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন ১১৬ রান করা ড্যারেন ব্রাভো। আর এতেই খেলার মোড় ঘুরে যায় পাকিস্তানের দিকে। আর ১৬ রান করতেই ক্যারিবীয়রা হারায় শেষ ৩ উইকেট। এর দুটিই আবার রানআউট। অধিনায়ক হোল্ডার অপরাজিত থাকেন ৪০ রানে। ১২৩ বলের ইনিংসে তিনটি চার মারেন তিনি। ব্রাভো ২৪৯ বল মোকাবিলায় ১০ চার আর এক ছক্কা মারেন। ব্রায়ান লারার চাচাতো ভাই আর ডোয়েইেন ব্রাভোর বৈমাত্রেয় ভাই ড্যারেন প্রথম ইনিংসেও করেন দলীয় সর্বোচ্চ ৮৭। ৪৭ টেস্টে এটি তার অষ্টম শতক। প্রথম ইনিংসে তিন উইকেটে  ৫৭৯ রান করে ইনংস ঘোষণা করেছিল পাকিস্তান। এর জবাবে ৩৫৭ রানে অলআউট হয় ওয়েন্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দেবেন্দ্র বিশু আট উইকেট নিয়ে পাকিস্তানকে অলআউট করেন মাত্র ১২৩ রানে। ফলে ক্যারিবীয়দের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪৬ রান। শেষ পর্যন্ত তারা ২৮৯ রান তুলতে সক্ষম হয়। প্রথম ইনিংসে অপরাজিত ৩০২ রান করার সুবাদে ম্যাান অব দ্য ম্যাচ হন পাকিস্তানের আজহার আলী।

Leave a Reply