পাকিস্তানি জরিপে জনগণের ভোট পাওয়া যাবে না : হানিফ

27/12/2015 7:53 pmViews: 38
পাকিস্তানি জরিপে জনগণের ভোট পাওয়া যাবে না : হানিফ
 
পাকিস্তানি জরিপে জনগণের ভোট পাওয়া যাবে না : হানিফ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জরিপের ফল দিয়ে বাংলাদেশি জনগণের ভোট পাওয়া যাবে না।’
খালেদা জিয়ার এক বক্তব্যের জবাবে রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমিন্ডস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ এ কথা বলেন।
উল্লেখ্য, রবিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের (একাংশ) দ্বিবার্ষিক কাউন্সিলে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ যতই জরিপ করুক, লাভ হবে না। মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য বসে আছে। অবাধ নির্বাচন হলে ৮০ ভাগের বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে। আওয়ামী লীগের ভরাডুবি হবে।’
এর জবাবে হানিফ বলেন, ‘কোথা থেকে উনি জরিপের তথ্য পেলেন, এটা দেশবাসীর প্রশ্ন? তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জরিপের তথ্য হয়তো ওনার কাছে থাকতে পারে। কারণ উনি তো এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নির্দেশেই চলেন। তাদেরই (পাকিস্তান) প্রেতাত্মা, ধারক-বাহক হয়ে তাদের চিন্তা-চেতনা বাস্তবায়ন করে চলেছেন। তাই পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার কাছে থাকবে এটাই স্বাভাবিক। ওই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জরিপের ফল দিয়ে বাংলাদেশি জনগণের ভোট পাওয়া যাবে না। আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এবং ক্ষমতার বাইরে থাকতেও যে অপকর্ম, সহিংসতা, হত্যা, সন্ত্রাসসহ নারকীয় তাণ্ডব করেছেন, তার কারণে বাংলার জনগণ কখনো আপনাকে ভোট দেবে না। এ সমস্ত অপকর্মের কারণে আপনার লজ্জা উচিত ছিল, তা না করে এখন আবার বড় গলায় দাবি করছেন, আপনার পক্ষে ৮০ ভাগ জনগণ ভোট দেবে।’
‘শোনা যাচ্ছে, এবার নির্বাচনে সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে যেতে পারবে না। এটার লক্ষ্য পরিস্কার। চুরি করার জন্য সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না।’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘সাংবাদিকদের যে পর্যন্ত যাওয়ার অধিকার আছে, এই জায়গাগুলোতে সাংবাদিকরা অবশ্যই যাবে। এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে আমাদের জানা নেই। কেবলমাত্র নির্বাচন চলাকালে যেখানে গোপনে ভোটের সিল দেয়া হয়, সেই জায়গায় কারো যাওয়ার অধিকার নেই। এখন বেগম জিয়া তার অজ্ঞতার কারণে যদি ভেবে থাকেন, সাংবাদিকদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হবে না, তাহলে এর চেয়ে আর দুঃখজনক কিছু হতে পারে না। তার অজ্ঞতার কারণেই এই ধরনের বক্তব্য আসতে পারে।’
বিএনপি ক্ষমতায় আসলে পুলিশের চাকরি যাবে, এটা সরকারের অপপ্রচার, খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘ওনাকে কে বলেছে যে, ওনারা ক্ষমতায় আসবেন? বেগম জিয়া আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, বাংলাদেশের জনগণ আপনার মতো হিংস্র দানবীকে আর রাষ্ট্র ক্ষমতায় কখনো দেখতে চায় না। আপনি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যে ধরনের তাণ্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, এই ধরনের ঘটনা আর দেশের মানুষ দেখতে চায় না। আর তাই আপনার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে বলে বাংলাদেশের জনগণ মনে করে না।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ভুঁইয়া মোহাম্মদ মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

Leave a Reply