পশ্চিমারা ইরাক ও লেবাননে উত্তেজনা উস্কে দিচ্ছে: খামেনি
পশ্চিমারা ইরাক ও লেবাননে উত্তেজনা উস্কে দিচ্ছে: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরাক ও লেবাননে চলমান আন্দোলন উস্কে দিতে পশ্চিমা শক্তি ও সৌদি আরব একজোট হয়ে কাজ করছে। বুধবার তেহরানে খাতামুল আম্বিয়া এয়ার ডিফেন্স একাডেমিতে এক সমাপনী বক্তৃতায় তিনি এ দাবি করেন। খবর রয়টার্স এর।
খামেনি বলেন, ‘এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) প্রতিক্রিয়াশীল শক্তির আর্থিক সহায়তায় মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অশান্তি ছড়াচ্ছে’।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের ক্ষেত্রেও তাদের (আমেরিকা ও সৌদি আরব) একই পরিকল্পনা ছিল। তবে ভাগ্যক্রমে আমাদের জনগণ…সময় মত বেরিয়ে এসেছিল এবং সেনাবাহিনী প্রস্তুত ছিল, তাই চক্রান্তটি ভেস্তে গিয়েছিল’।
এসময় খামেনি ওই দুই দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, ইরাকি ও লেনাবনিদেরকে সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে শত্রুরা তাদের ক্ষতি করতে চায়। তাদেরকে আইনি কাঠামোর আওতায় নিজেদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করতে হবে।
আজকের বক্তৃতায় ইরানের সর্বোচ্চ নেতা এশিয়ার বিভিন্ন অংশ এবং আফ্রিকায় পশ্চিমারা আগ্রাসন ও লুটপাট চালাচ্ছে বলেও উল্লেখ করেন।