পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন নেই, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন নেই, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলছে না। কিন্তু পশ্চিমারা যেভাবে বিশ্বজুড়ে খাদ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে, তার সমাধানের আহ্বান জানাচ্ছে। রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি’র সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমাদের রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে না। এই সমস্যা রাশিয়া মোকাবেলা করতে পারবে। আমরা সেভাবেই আমাদের অর্থনীতিতে তৈরি করছি। কিন্তু বিশ্ববাজারে তারা যে অস্থিরতা তৈরি করছে তা নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। তাদেরকে খাদ্যের বাজার স্বাভাবিক করতে সকল বাধা সরিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, শুক্রবার ইউক্রেনের সঙ্গে যে ‘গ্রেইন ডিল’ হয়েছে, তাতে রাশিয়ার খাদ্য রপ্তানি উন্মুক্ত করার কথাও বলা হয়েছে। জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়েছে মস্কো তার দিকে তাকিয়ে আছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, রাশিয়ার খাদ্যপন্য রপ্তানিতে সব ধরণের প্রতিবন্ধকতা দূর করা হবে।
এর আগেও রাশিয়ার খাদ্য রপ্তানি নিয়ে কথা বলেছিলেন ল্যাভরভ। তিনি বলেছিলেন, রাশিয়া খাদ্যপণ্য রপ্তানি করতে পাড়ছে না। যদিও পশ্চিমারা দাবি করছে, খাদ্যের উপরে তারা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। এখন তারা এ নিয়ে চুপ হয়ে আছে। রুশ খাদ্যপণ্য ইউরোপীয় বন্দরগুলোতে নামতে পাড়ছে না।